ভারতরত্ন ক্রিকেটার শচীন টেন্ডুলকারের মেয়ে সারা বেশ জনপ্রিয় সোশ্যাল মিডিয়ায়। তবে বলিউডে পা রাখার স্বপ্ন দেখার মত সেভাবে সক্রিয় নন সারা।
সোশ্যাল হ্যান্ডেলে সারা-র একের পর এক ছবি ঝড় তুলে দিচ্ছে। শাহরুখ খানের মেয়ে সুহানার ছবি ইনস্টগ্রামে এলেই তা ভাইরাল হতে বেশি সময় নেয় না।
সারাকে নিয়ে জল্পনাও কম হয় না। আসলে শচীন টেন্ডুলকারের মেয়ে বলেই হয়তো সারাকে নিয়ে গোটা দেশের মানুষের উৎসাহ দেখার মত। সারা বলিউডে পা রাখছেন, এমন ভুয়া খবরটাও মাঝেমাঝে আসে। শচীন নিজেও সারা’র বিষয়ে ভুয়া খবর দেখে বিরক্তি প্রকাশ করেছেন।
Read More News
দেখতে দেখতে সারা-র বয়স এখন ২১ হয়ে গেল। মিষ্টি সরল মুখের সারা-র মধ্যে ধরা পড়ে বাবা শচীন টেন্ডুলকার আর মা অঞ্জলী-র মুখের আদল। সারার রূপে মুগ্ধ সোশ্যাল মিডিয়া। বর্তমানে পড়াশোনায় ব্যস্ত সারা। সারার সৌন্দর্যের কয়েকটা আলাদা আলাদা লুকের উল্লেখ করা হল যেগুলো দেখে আমাদের মতো আপনারও ধারণা হবে সারা একদিন নিশ্চয়ই ফ্যাশন জগতে পা রাখবেন।
CoinWan Latest Banlga Newspaper