হলিউড তারকা কিম কার্দাশিয়ান সবসময়ই চেষ্টা করেন নিজেকে শিরোনামে রাখতে।
বিকিনি কিংবা স্পল্পবসনেই যাকে দেখতে অভ্যস্ত দুনিয়া তাকে এবার শাড়িতে দেখা গেল। বাঙালি ডিজাইনার সব্যসাচী মুখ্যোপাধ্যায়ের আইডিয়াতে নিজেকে শাড়িতে সাজিয়ে নিলেন কিম। যে শাড়ি পরে নিজের স্টাইলে ভোগ ম্যাগাজিনের জন্য ফটোশুট করলেন কিম।
সেখানে শাড়ি পরা ছবি শেয়ার করেছেন তিনি ফেসবুকে। ৩৭ বছর বয়সী রিয়্যালিটি শোয়ের স্টার কিম তার সম্প্রতিক ছবিতে মাত করে দিয়েছেন ভক্তদের। সোশ্যাল মিডিয়াও কিমের এই সম্মোহনী ছবিতে মুগ্ধতা প্রকাশ করছে। ফলে ম্যাগাজিনের এই ছবিগুলি ক্রমেই ভাইরাল হয়ে উঠতে শুরু করেছে।
Read More News
গাঢ় মেরুন রঙের শাড়িতে কিম মোহময়ী হয়ে উঠেছেন। শুধু শাড়ি নয়, অনামিকা খান্নার ডিজাইন করা লহেঙ্গা চোলিতেও মোহময়ী কিমকে দেখা গেছে।
ভোগ’র মার্চ ২০১৮ ইস্যুর কভারে থাকছে এই ফটোশুটের সেরা ছবিটি। ইতিমধ্যেই কিমের ছবি মন মজিয়েছে বহু ফ্যাশন ডিজাইনারের।
CoinWan Latest Banlga Newspaper