নিজের সোশ্যাল মিডিয়ায় বলিউড অভিনেত্রী সানি লেখিছেন, গত ১ বছর আগে নিশাকে কোলে তুলে নিয়েছিলেন তারা। নিশার হাজিরায় তাদের জীবন যেন আমূলভাবে পাল্টে গেছে। সারাজীবন যেন নিশাকে তারা এভাবেই আগলে রাখতে পারেন। সেই ইচ্ছাও প্রকাশ করেন বলিউড অভিনেত্রী। পাশাপাশি নিশাকে তিনি খুব ভালোবাসেন এবং নিশা তার হৃদয়ের কাছাকাছি বলেও মন্তব্য করেন সানি।
নিশার পর সানি এবং ড্যানিয়েলের জীবনে আরও দুই ছেলে সন্তান আসে। বর্তমানে তিন সন্তানকে নিয়ে সুখেই ঘর করছেন সানি এবং ড্যানিয়েল।
Read More News
স্বামী ও মেয়ের সঙ্গে নিজের একটি ছবিও পোস্ট করেছেন সানি লিওন। ছবিটি নিয়ে কিছুদিন আগেই বিতর্ক উঠেছিল তুঙ্গে! ‘ফ্যামিলি পিকচার’ এ এমন খোলামেলা অবতারে? প্রশ্ন তুলেছিলেন সমালোচকরা! কিন্তু সানি লিওন কোনওকালেই এসব সমালোচনাকে গুরুত্ব দেন না! এবারও দিলেন না! মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ফের সেই ছবিটাই পোস্ট করে!
CoinWan Latest Banlga Newspaper