তারকাদের বিয়ে বিচ্ছেদের ঘটনা বেড়েই চলছে। আর এই তালিকায় যুক্ত হতে যাচ্ছে নায়িকা পূর্ণিমারও।
পূর্ণিমার অতিরিক্ত মিডিয়াপ্রীতি আর ফাহাদের মিডিয়াবিরাগ তাদের সম্পর্কে বড় ধরনের দেয়াল তৈরি করেছে বলে কানাকানি চলছে।
কয়েক বছর আগে পূর্ণিমা যখন মিডিয়ায় নিয়মিত কাজ করার ঘোষণা দেন, তখন থেকেই সম্পর্কের অবনতির শুরু। স্বামীর চাপে অনেক দিন পূর্ণিমা তার শ্বশুরবাড়ি গিয়ে গৃহিণী হয়ে ছিলেন। বছর না ঘুরতেই পূর্ণিমা ফিরে এসে মিডিয়াঙ্গণে ঘোরাঘুরি শুরু করেন যা ভালোভাবে নিতে পারেননি তার স্বামী ফাহাদ।
Read More News
ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যায়, সে সময় পূর্ণিমার কাছ থেকে বেশ কিছুদিন দূরে ছিলেন ফাহাদ। বছরখানেক আগে পূর্ণিমার শাশুড়ি অসুস্থ হলে তাকে নিয়ে ফাহাদই ভারতে দীর্ঘ চিকিৎসায় চলে যান। ফাহাদের অনুপস্থিতিতে পূর্ণিমা টিভিকেন্দ্রিক কাজে নিজেকে ব্যস্ত করে ফেলেন।
জাজ মাল্টিমিডিয়ার আলোচিত সিনেমা ‘দহন’- এ চুক্তিবদ্ধ হয়েও ছেড়ে দেওয়ার পেছনে পূর্ণিমার স্বামী ফাহাদের একরোখা মনোভাবকেই দায়ী করছেন সিনেমার অনেকে। গত প্রায় চার বছর পূর্ণিমার মা আলাদা থাকছেন। এটাও নাকি তারকা দম্পতির মনোমালিন্যের ফল।
CoinWan Latest Banlga Newspaper