গুগলে ইংরেজি ‘idiot’ শব্দটি সার্চ করলে আসছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি। ওই নামে ছবিটি আলপোড করেছে মার্কিন মুলুকেরই এক ওয়েবসাইট।
গুগলে সার্চ দিলেই এমনটি ঘটছে। এছাড়া ইমেজ সেকশনে গিয়ে সার্চ বক্সে ‘idiot’ লিখলে সত্যিই চলে আসছে ট্রাম্পের ছবি। তবে কেন যে এমন হচ্ছে, তার কারণ ছবি যে নামে কেউ রাখবে, সেই নামটাই দেখাবে গুগলে।
Read More News
সেই অনুযায়ী ‘idiot’ বলে সার্চ করার পর ট্রাম্পের প্রথম যে ছবিটি এসেছিল, তার ইতিহাস ঘাঁটা হয়। দেখা যায় ছবিটি Babyspittle নামে একটি ওয়েবসাইট পোস্ট করেছে। এটি আমেরিকারই একটি ব্লগ ওয়েবসাইট। এই সাইট বেশ রক্ষণশীল ও তেমন চিন্তাধারা নিয়েই এখানে লেখা প্রকাশিত হয়। এই ব্লগ সাইট ডোনাল্ড ট্রাম্প বিরুদ্ধে অনেক লেখা রয়েছে। সেই অনুযায়ী গুগলে ইংরেজি ‘idiot’ শব্দটি সার্চ করলে আসছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি ও নামটাই।
CoinWan Latest Banlga Newspaper