আগামীকাল বৃহস্পতিবার দেশের সব শিক্ষা-প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে সরকার। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বুধবার রাতে এ তথ্য নিশ্চিত করেন।
শিক্ষামন্ত্রী বলেন, গাড়িচাপায় দুই শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় উদ্ভূত পরিস্থিতি ও শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় শিক্ষা মন্ত্রণালয়ের অধীন দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বৃহস্পতিবার বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Read Our More News
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন জানান, বৃহস্পতিবার কোন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ক্লাস হবে না। ছাত্র-ছাত্রীদের নিরাপত্তার স্বার্থে একদিনের ছুটি দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের নিরাপদে থাকার পরামর্শ দেন শিক্ষাসচিব।
প্রসঙ্গত, গত রবিবার রাজধানীর বিমানবন্দর সড়কে বেপরোয়া বাসের চাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হওয়ার পর থেকে নয় দফা দাবি বাস্তবায়নে সড়ক অবরোধ করছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তাদের এ আন্দোলনে ছড়িয়ে পড়েছেন রাজধানীসহ পার্শ্ববর্তী বড় শহরে।
CoinWan Latest Banlga Newspaper