বলিউডের বহু হিট ছবিকে টপকে গিয়েছিল বাহুবলী।
এই ছবির আরও একটা পর্ব তৈরি হলে তার চাহিদা যে তুঙ্গে থাকবে সেটা বুঝতে বাকি নেই এর কলাকুশলীদের। তাই পাঠকের সেই চাহিদা খুব দ্রুত পূরণ করতে যাচ্ছে এর আয়োজকরা।
Read Our More News
ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, খুব দ্রুত নেটফ্লিক্সে ‘বাহুবলী’র তৃতীয় পর্ব দেখা যাবে।
বৃহস্পতিবার নেটফ্লিক্স জানায়, ছবির তৃতীয় পর্ব মুক্তি পাবে তাদের ডিজিটাল প্ল্যাটফর্মে। রাজমাতা শিবগামীর জীবন কেমন ছিল, তার ওপর আলোকপাত করা হবে এই তৃতীয় পর্বে।
‘দ্য রাইজ অফ শিবগামী’ আনন্দ নীলকান্তের লেখা এই বই থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি এই ওয়েব সিরিজ। ওয়েব সিরিজে মোট ৯টি এপিসোড থাকবে।
CoinWan Latest Banlga Newspaper