ঈদুল আজহার ছুটিতে দেশি-বিদেশি পর্যটকের পদচারণায় মুখর হয়ে উঠেছে সাগরকন্যা কুয়াকাটা। আর এ পর্যটকের ভিড়ে কুয়াকাটার পর্যটনশিল্প যেন ফিরে পেয়েছে নতুন করে প্রাণচাঞ্চল্য। বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।
Read More News
ঈদের এই ছুটিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভ্রমণপিপাসু নানা বয়সের হাজার হাজার মানুষ সমুদ্র সৈকত কুয়াকাটার সৌন্দর্য উপভোগ করতে ছুটে এসেছেন। পর্যটকদের উপচেপড়া ভিড়ে কুয়াকাটা খাবার হোটেলসহ ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে কেনাবেচার ধুম পড়েছে। অধিকাংশ হোটেল, মোটেলের রুম আগাম বুকিং হয়ে যাওয়ায় সদ্য কুয়াকাটায় ভ্রমণে আসা পর্যটকদের ভালো রুম পেতে কষ্ট হলেও কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্য সব দুঃখ ভুলিয়ে দিয়েছে। পর্যটকদের আনন্দ-উচ্ছ্বাসে গোসল করতে দেখে গেছে। কুয়াকাটা জিরো পয়েন্টে শ্রীমঙ্গল বৌদ্ধবিহার, মিশ্রিপাড়া সিমা বৌদ্ধবিহার, জাতীয় উদ্যান, লেম্বুর চর, শুঁটকিপল্লী, রাখাইন মহিলা মার্কেট, গঙ্গামতি, কাউয়ারচর, লাল কাঁকড়ার চর, ইলিশ পার্কসহ পর্যটন স্পটগুলো এখন পর্যটকদের ভারে মুখর হয়ে আছে। আর এসব পর্যটকের নিশ্ছিদ্র নিরাপত্তায় কাজ করছে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ।