শাকিব খান-বুবলী অভিনীত ‘ক্যাপ্টেন খান’ ছবিটি ঈদুল আজহা উপলক্ষ্যে দেড় শতাধিক হলে মুক্তি পেয়েছে।
এরই মধ্যে ওয়াজেদ আলী সুমন পরিচালিত এ ছবিটি বেশ সাড়া জাগিয়েছে চলচ্চিত্র প্রেমীদের মধ্যে।
বুবলী বলেন, ঈদের মাত্র দু’দিন আগে ব্যাংকক থেকে ঢাকায় ফিরেছি। তাই শেষ মুহূর্তে কয়েকটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে যোগ দিতে হয়। ঈদের দিনও ছিল শুটিং। আর ঈদের পরদিনও একটি চ্যানেলে শাকিবের সঙ্গে যোগ দেই শুটিংয়ে। তাই হলে যাওয়া হয়ে উঠেনি।
Read More News
বুবলী বলেন, আজ শুক্রবার যাওয়া হবে না। কারণ বিকেলের পর আমার বোনের বাসায় সবার দাওয়াত রয়েছে। অনেকদিন পর এই পারিবারিক আড্ডাটা মিস করতে চাই না। তাই আগামীকাল শনিবার হলে গিয়ে দর্শকসারিতে বসে ছবিটি উপভোগ করবো।
CoinWan Latest Banlga Newspaper