দৃক গ্যালারির প্রতিষ্ঠাতা শহিদুল আলমের জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে তার বিরুদ্ধে করা মামলার জামিন শুনানি আগামী সপ্তাহে অনুষ্ঠিত হবে।
শুনানির এ দিন ধার্য করে বুধবার বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি খন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদেশ দেন।
শহিদুল আলমের পক্ষে আদালতে জামিন আবেদন উপস্থাপন করেন আইনজীবী সারা হোসেন।
Read More News
দৃক গ্যালারির প্রতিষ্ঠাতা শহিদুল আলম নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছিলেন। ওই সাক্ষাৎকারে মিথ্যা তথ্য দিয়ে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয় তার বিরুদ্ধে।
এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্র আন্দোলনে উস্কানি দেওয়ারও অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।
তথ্যপ্রযুক্তি আইনের মামলায় ৬ আগস্ট শহিদুল আলমকে সাত দিনের রিমান্ডে নেয় পুলিশ। এর আগের দিন রাতে ধানমন্ডির বাসা থেকে তাকে তুলে নেয় ডিবি। সাত দিনের রিমান্ড শেষে গত ১২ আগস্ট শহিদুলকে কারাগারে পাঠানোর আদেশ দেন নিম্ন আদালত।
CoinWan Latest Banlga Newspaper