বলিউড সুপারস্টার শাহরুখ খান একটি নতুন বিজ্ঞাপনে অভিনয় করেছেন। আর এ বিজ্ঞাপনে শাহরুখের চেহারা বদল চমকে দিয়েছে দর্শকদের। শাহরুখ খান আবারও প্রমাণ করেছেন, তিনি জাত অভিনেতা।
ভারতের জনপ্রিয় শিক্ষণ অ্যাপস বাইজু। নানা একাডেমিক ধারণা দিয়ে এ অ্যাপস শিক্ষার্থীদের মধ্যে জনপ্রিয় হয়েছে। স্কুলের শিক্ষার্থীদের জন্য এ অ্যাপস।
Read More News
শাহরুখ তাঁর টুইটার অ্যাকাউন্টে এই বিজ্ঞাপনের ভিডিওটি শেয়ার করেছেন।
ভিডিওটিতে দেখা যায়, শাহরুখের বিভিন্ন চেহারা। পোশাক থেকে শুরু করে অঙ্গভঙ্গি সব আলাদা। যেন একের ভেতরে বহুজন! সব চরিত্রই বাবা এবং তারা সবাই তাদের সন্তানকে নিয়ে উদ্বিগ্ন। শাহরুখ খান প্রত্যেক চরিত্রের জন্য আলাদা আলাদা উচ্চারণ, আলাদা অভিব্যক্তি দিয়েছেন। আর এর জন্য মেকআপ শিল্পীরও প্রশংসা প্রাপ্য।
গত ৮ সেপ্টেম্বর বাইজুর অফিশিয়াল ইউটিউব চ্যানেল বিজ্ঞাপনটি প্রকাশ করে।
CoinWan Latest Banlga Newspaper