বলিউডের খ্যাতনামা পরিচালক মহেশ ভাট হাঁটুর বয়সী বাঙালি অভিনেত্রীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায়। আর এই ছবিকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া শুরু হয়েছে তোলপাড়।
সম্প্রতি মহেশ ভাট তার জন্মদিনের দিন ‘সড়ক টু’ ছবির ঘোষণা করেছেন। মহেশ ভাটের সঙ্গে কয়েকটি ছবি দিয়ে বার্থডে উইশ করেছিলেন রেহা। যেখানে বেশ ঘনিষ্ঠ ভাবে পোজ দিয়েছিলেন মহেশ ভাটের সঙ্গে।
তবে সেই খবর ছাপিয়ে গেছে মহেশ ভাট এবং উঠতি অভিনেত্রী রেহা চক্রবর্তীর ছবি নিয়ে আলোচনা। ইতিমধ্যেই ট্রোলিংয়ের মুখেও পড়েছেন এই বর্ষীয়ান পরিচালক।
Read More News
‘জোয়ান ছেলের অভাব হয়েছিল, শেষমেশ মহেশ ভাটের সঙ্গে প্রেম করছ রেহা?’ এই ধরনের নানা কমেন্টে করা শুরু করেছে রেহার পোস্ট। অনেকে রেহার ইনস্টাগ্রাম পোস্টের ছবিগুলোর থেকেও ক্যাপশনেই বেশি সন্দেহের গন্ধ পেয়েছে।
ক্যাপশনে রেহা, মহেশের সম্বন্ধে সাধারণ কিছু কথা লিখলেও ভক্তরা কটাক্ষ করেছে রেহাকে। অনুমান করেছে রেহা এবং মহেশ রিলেশনশিপে রয়েছে।
CoinWan Latest Banlga Newspaper