পদ্মায় তীব্র স্রোত ও নাব্যতা সংকটের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ফলে ক্রমেই দুই ঘাটে গাড়ির চাপ বাড়ছে। এছাড়া শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌপথে নাব্যতা সংকটের কারণে সেখানে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় অধিকাংশ গাড়ি পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ ব্যবহার করছে।
শনিবার পাটুরিয়া ও দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় প্রায় ৮ শতাধিক গাড়ির লাইন দেখা গেছে। এর মধ্যে পণ্যবাহী গাড়ির সংখ্যাই বেশি। যাত্রীবাহী পরিবহনগুলোকে ৬-৭ ঘণ্টা করে আটকে থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। পাটুরিয়া ঘাটে গাড়ির চাপ বেড়ে যাওয়ায় পণ্যবাহী ট্রাকগুলোকে ঢাকা-আরিচা মহাসড়কের বোয়ালিয়া এলাকায় পার্কিং করে রাখা হয়েছে।
Read More News
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক জানান, নদীতে তীব্র স্রোতে ফেরি চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি গত মঙ্গলবার থেকে রো রো (বড়) ফেরি কেরামত আলী ও ইউটিলিটি ফেরি রজনীগন্ধা যান্ত্রিক ত্রুটিতে বিকল হয়ে আছে। এছাড়া নাব্যতা সংকট উত্তরণে নদীতে ড্রেজিং করার কারণে ১ নম্বর ফেরিঘাট বন্ধ রাখা হয়েছে এবং ২ নম্বর ফেরিঘাটে তীব্র স্রোতের কারণে ঘাটে ভিড়তে পারছে না।
CoinWan Latest Banlga Newspaper