আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নায়ক ফেরদৌসকে তাঁর শ্বশুরবাড়ি যশোর-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দেখা যেতে পারে।
তবে এ বিষয়ে নায়ক ফেরদৌসের সঙ্গে যোগাযোগ করা হলে ফেরদৌস বলেন, আসলে এখনো তো কিছু চূড়ান্ত হয়নি। আগে বিষয়টি চূড়ান্ত হোক তারপর আনুষ্ঠানিকভাবে সবাইকে জানাব। নির্বাচন তো আর গোপনে করা যায় না।
Read More News
আওয়ামী লীগের প্রার্থী হওয়ার সবুজসংকেত সম্পর্কে ফেরদৌস বলেন, সবই এখনো প্রক্রিয়াধীন। চূড়ান্ত কিছু হয়নি। যা পেয়েছি তাকে গ্রিন সিগন্যাল বলে কি না, আমি জানি না। তবে একটা ক্ষুদ্র সম্ভাবনা দেখা দিয়েছে। কিছুদিনের মধ্যে বিষয়টি নিয়ে আমি কথা বলতে পারব।
আলাপে ফেরদৌস আরো জানালেন, নির্বাচনে তিনি অংশ হয়তো নেবেন, কিন্তু নির্বাচনী এলাকা যশোর নাও হতে পারে। আমার বাড়ি কুমিল্লায় আমি যদি নির্বাচন করি, তাহলে সেখান থেকেই করব। আমি কেন শ্বশুরবাড়ি থেকে নির্বাচন করব? তবে যেহেতু এখনো কোনো কিছু ঠিক হয়নি, তাই আমি কথা বলছি না। সবাই আমার জন্য দোয়া করবেন।’
সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রাষ্ট্রীয় সফরে সঙ্গী হয়ে যুক্তরাষ্ট্র যান নায়ক ফেরদৌস ও রিয়াজ। এ ছাড়া সরকারি বিভিন্ন অনুষ্ঠানেও তিনি নিয়মিত অতিথি হিসেবে ছিলেন। গতকাল সোমবার তিনি দেশে ফেরেন।
CoinWan Latest Banlga Newspaper