শাহরুখ কন্যা সুহানার প্রাণ খোলা হাসির ছবি ভাইরাল হয়েছে ইন্টারনেটে।
অষ্টাদশীর প্রাণ খোলা হাসির একটি ছবি ফ্যান ক্লাব গুলি ব্যাপক শেয়ার করেছেন ইন্টারনেটে। ছবিটি সম্ভবত বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে তোলা। পার্পল রঙের একটি পোশাকের সঙ্গে সুহানা পরেছেন একটি ডেনিম জ্যাকেট। ছবিটকে প্রাণবন্ত করে তুলেছে তাঁর উজ্জ্বল হাসি। কী প্রাণোচ্ছল হাসি’র মতো কমেন্টে ভরে যাচ্ছে এই ভাইরাল ছবিটি।
Read More News
বর্তমানে ইংল্যন্ডের আর্ডিংলি কলেজে পড়াশোনা করছেন তিনি। কয়েক মাস আগে এসআরকে তার পরিবারের সঙ্গে ইউরোপে ছুটি কাটাতে যান। পারিবারিক ভ্রমণের কিছু সুন্দর ছবি শেয়ারও করেন গৌরী খান।
CoinWan Latest Banlga Newspaper