বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক প্রধান সমস্যা এক ধরণের বাত, গিঁটে গিঁটে ব্যথা। এর চিকিৎসা না হলে ঘাড়ে-মাজায়-কোমরে ব্যথা হয়। গত ত্রিশ বছর ধরে রিউমাটো আর্থাইটিস নামক রোগে আক্রান্ত তিনি। তার ঘাড়ে ও কোমরে ব্যথা আছে। তার বাম হিপজয়েন্টে আর্থাইটিস আছে। তার দুই হাঁটুর রিপ্লেসের স্থানে কিছুদিন আগে ফুলে গিয়েছিল। পরবর্তীতে ওষুধ দিয়ে তা ঠিক করা হয়েছে।
মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. সৈয়দ আতিকুল হক জানিয়েছেন, চিকিৎসা শুরু হতে আরো অন্তত দুই সপ্তাহ সময় লাগবে।
সোমবার দুপুর ১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) খালেদা জিয়ার কেবিনে যান মেডিকেল বোর্ডের সদস্যরা। পরে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান বোর্ডের সদস্য হাসপাতালের রিউম্যাটোলজি বিভাগের অধ্যাপক ডা. সৈয়দ আতিকুল হক।
Read More News
ডা. সৈয়দ আতিকুল হক বলেন, আমাদের দুই সপ্তাহ প্রাথমিক পরীক্ষা করা লাগবে। আমরা এরই মাঝে কিছু পরীক্ষা দিয়েছি। সেগুলোর রিপোর্ট আসার পর মূল চিকিৎসা শুরু হবে। তবে ডায়াবেটিস না কমলে তাঁর মূল চিকিৎসা শুরু করা যাবে না।
CoinWan Latest Banlga Newspaper