সম্প্রতি ডিজাইনার কুণাল রাওয়াল-এর একটি শো-এ একসঙ্গে দেখা যায় অর্জুন কাপুর এবং মালাইকা আরোরাকে। এরপর একটি রেস্তোরাঁতেও একসঙ্গে দেখা মেলে দু’জনের। শুধু তাই নয়, পাপারাৎজি সামনে আসা সত্ত্বেও অর্জুন কিংবা মালাইকা কাউকেই মুখ লুকাতে দেখা যায়নি। ফলে সেদিন থেকেই জোর গুঞ্জন শুরু হয়ে যায়।
Read More News
আরবাজ খানের সাবেক স্ত্রী মালাইকা আরোরার সঙ্গে অর্জুন কাপুরের সম্পর্ককে ভালোভাবে নেয়নি খান পরিবার। অর্জুন যাতে মালাইকার সঙ্গ ত্যাগ করেন, তার জন্য ছেলেকে আগেই সাবধান করে দেন বনি কাপুর। মালাইকার সঙ্গ কিছুদিনের জন্য ত্যাগ করলেও, আরবাজ খানের সঙ্গে মালাইকা আরোরার সম্পর্ক কিছুতেই টিকিয়ে রাখা যায়নি।
এবার বিদেশিনি জর্জিয়া এন্দ্রিয়ানির সঙ্গে দ্রুতই বিয়ে সারছেন আরবাজ। অর্জুন কাপুর নাকি শীঘ্রই মালাইকার সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন।
CoinWan Latest Banlga Newspaper