শুনানির জন্য ২০ মার্চ দিন ধার্য করেছে

আদালত অবমাননার অভিযোগে মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের শুনানির জন্য ২০ মার্চ দিন ধার্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে খাদ্যমন্ত্রীর পক্ষে সময় আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে নয় সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ এ দিন ধার্য করেন।

এর আগে সকাল ৯টায় ব্যাখ্যা দেওয়ার জন্য আদালতে হাজির হন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তাঁর পক্ষে শুনানির জন্য উপস্থিত ছিলেন ব্যারিস্টার রফিক-উল হক।
Read More News

তবে খাদ্যমন্ত্রী দেশে না থাকায় তাঁর পক্ষে সময় আবেদন করা হয়। সময় আবেদন করেন অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার।

আদালত থেকে বের হয়ে অ্যাডভোকেট আবদুল বাসেদ মজুমদার সাংবাদিকদের বলেন দুই মন্ত্রী নিঃশর্তভাবে আদালতের কাছে লিখিতভাবে ক্ষমা চেয়েছেন। শুনানির জন্য আজ দিন ধার্য ছিল। কিন্তু আমরা  সময় আবেদন করায় আদালত ২০ মার্চ শুনানির জন্য দিন দার্য করেছেন। সেদিন দুই মন্ত্রীকে সশরীরে আদালতে হাজির হওয়ার  নির্দেশ দেওয়া হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *