আজ শুক্রবার রাজধানীর বাড্ডায় বিকল্প যুবধারার একটি অনুষ্ঠানে বিকল্পধারা বাংলাদেশে যোগ দিয়েছেন বিএনপির চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক সাবেক উপদেষ্টা শমসের মবিন চৌধুরী ও সাবেক প্রতিমন্ত্রী গোলাম সারোয়ার মিলন।
দলের প্রেসিডেন্ট অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর হাতে ফুল তুলে দিয়ে তাঁরা বিকল্পধারায় যোগ দেন। এর আগে বিকল্পধারার অঙ্গ সংগঠন বিকল্প যুবধারার বিশেষ কাউন্সিলে যোগ দেন তাঁরা। পরে বিকল্পধারার যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী তাঁদের আমন্ত্রণ জানিয়ে মঞ্চে নিয়ে আসেন।
Read More News
এ সময় আরও উপস্থিত ছিলেন, সদ্য ২০ দলীয় জোট ত্যাগ করা বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গাণি ও মহাসচিব গোলাম মোস্তফা ভুঁইয়া, এনডিপির চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্ত্তুজা এবং গত শুক্রবার ২০ দল ছেড়ে আসা লেবার পার্টির একাংশ মহাসচিব হামদুল্লাহ মেহেদী।
CoinWan Latest Banlga Newspaper