সিএনজি চালিত অটোরিকশার অতিরিক্ত ভাড়া আদায় ও ফিটনেস বিহীন গাড়ির বিরুদ্ধে এবার গুলিস্তান এলাকায় অভিযানে নামছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ মঙ্গলবার (১৫ মার্চ) বেলা সাড়ে ১১টায় গুলিস্তান মোড়সহ এর আশপাশের এলাকায় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কার্যক্রমে যোগ দেবেন তিনি।
Read More News
একজন নারী ম্যাজিস্ট্রেটসহ ৭ জন ম্যাজিস্ট্রেট দিয়ে বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।
এদিকে সিএনজি চালিত অটোরিকশার অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে মন্ত্রী নিয়মিত সড়কে নামছেন। প্রতি সপ্তাহেই বিভিন্ন সড়কে নিজেই অভিযান পরিচালনা করছেন তিনি।
ফিটনেস না থাকা ও বেশি যাত্রী বহনের কারণে সরাসরি ডাম্পিং করারও নির্দেশ দিচ্ছেন মন্ত্রী।
CoinWan Latest Banlga Newspaper