অবশেষে বিয়ে হয়ে গেল দীপিকা পাড়ুকোন-রণবীর সিংয়ের। মঙ্গলবার ইতালির লেক কোমার ভিলা দেল বালাবিয়ানে গাঁটছড়া বাঁধলেন এই তারকা জুটি।
Read More News
ইতালিতে হতে যাওয়া এই বিয়ের খাবার মেনু এতটাই এক্সক্লুসিভ যে এই শেফের সঙ্গে চুক্তি হয়েছে যে এই মেনু আর কোথাও ভবিষ্যতে ‘রিপিট’ করা যাবে না।
আনন্দবাজারের খবরে প্রকাশ এই বিয়েতে সুইজারল্যান্ডের কোন এক শেফের বানানো কেক কাটবে দীপিকা রণবীর।
বিয়েতে দীপিকার পরিবারের পক্ষ থেকে থাকছে কোঙ্কণী স্টাইলের ভাতসহ আরও বেশ কিছু পদ। যা খাবার মেন্যুতে দেখে সবার জিভে জল এনে দেবে বলেই ভাবছেন সকলে।
এছাড়াও সনাতনী দক্ষিণ-ভারতীয় পদ দোসাও থাকার কথা রয়েছে দীপিকার বিয়ের মেন্যুতে। তবে তা হবে একেবারেই অন্যরকম।
রনবীরের পক্ষ থেকে থাকবে পাঞ্জাবী সনাতনী সব খাবার। যার ভেতর রয়েছে সরষোঁ দা শাক, মক্কি কা রোটি তো থাকবেই।
দুই পরিবারের ৩০ থেকে ৪০ জন আত্মীয়ের উপস্থিতিতে সম্পন্ন হয় বিয়ে। সন্ধ্যায় সেখানে যাওয়ার কথা রয়েছে বলিউড বাদশা শাহরুখ খান ও পরিচালক সঞ্জয়লীলা বানশালির। আগামীকাল সিন্ধি মতে আবারও বিয়ে হবে তাঁদের। এরপর দেশে ফিরে মুম্বাইতে হবে বড় আকারে রিসেপশন।
CoinWan Latest Banlga Newspaper