শুক্রবার (৩০ নভেম্বর) সকালে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম জানিয়েছেন, নির্বাচনে সুনির্দিষ্টভাবে কোন কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগের প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।
Read More News
এদিকে রোহিঙ্গাদের ব্যবহার করে নির্বাচনে কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। কক্সবাজারে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সভায় বক্তব্য রাখেন তিনি।
নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, রোহিঙ্গাদের আমরা ভোটার করি নাই। তাদেরকে কঠোর নজরদারির মধ্যে রাখা হবে। যাতে তারা আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর জন্য কোন সমস্যা সৃষ্টি হতে না পারে।
নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, নির্বাচনী প্রক্রিয়াতে যদি কেউ প্রভাব বিস্তার করে। সেই সেক্রেটারি হোক, আইজিপি হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিন্ত, আমাদের নির্বাচনে প্রভাব বিস্তার করতে চায় এই মর্মে তথ্য-উপাত্ত থাকতে হবে।