সারা দেশে মুক্তি পেয়েছে আনিসুর রহমান মিলন ও জাকিয়া বারী মম’র ‘স্বপ্নের ঘর’। ভৌতিক ঘরানার ছবিটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। এতে আরো অভিনয় করেছেন কাজী নওশাবা আহমেদ।
জাকিয়া বারী মম বলেন, ছবির গল্প কৌতূহলী মনে হবে। ভৌতিক ধরনের। আমাদের দেশে এ ধরনের কাজ খুব একটা হয়নি। ছবিতে অভিনয় করে আমার দারুণ অভিজ্ঞতা হয়েছে।
Read More News
ছবির পরিচালক তানিম রহমান অংশু বলেন, অতিপ্রাকৃত ও থ্রিলার টাইপের গল্প ‘স্বপ্নের ঘর’। দর্শক অনেক নতুন কিছু খুঁজে পাবেন ছবির গল্পে।
CoinWan Latest Banlga Newspaper