নিউইয়র্কভিত্তিক জনপ্রিয় ম্যাগাজিন জিকিউর মূল্যায়নে চলতি বছরে বিশ্বের সবচেয়ে স্টাইলিস্ট পুরুষ নির্বাচিত হয়েছেন মার্কিন গায়ক নিক জোনাস। ভক্তদের ভোটে বিশ্বের ৬৪ জন স্টাইলিস্ট পুরুষকে টপকে ‘মোস্ট স্টাইলিস্ট ম্যান-২০১৮’ হয়েছেন নিক।
Read More News
গত শুক্রবার ২৬ বছর বয়সী মার্কিন গায়ক-অভিনেতা, নিক জোনাসের নাম ঘোষণা করে পুরুষ ফ্যাশন বিষয়ক আন্তর্জাতিক মাসিক জিকিউ।
বিশ্বের সবচেয়ে ফ্যাশন সচেতন পুরুষ নির্বাচিত হওয়ায় গর্বিত তাঁর প্রিয়তমা স্ত্রী প্রিয়াঙ্কা চোপড়া।
স্বামীকে চুম্বনরত একটি আলোকচিত্র সামাজিক মাধ্যমে প্রকাশ করে নিকের এই অর্জনকে স্বাগত জানিয়েছেন প্রিয়াঙ্কা। লিখেছেন, এই গ্রহের সবচেয়ে স্টাইলিস্ট পুরুষটিকে চুমু দিতে পেরে আমি সম্মানিত।
প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে নিকের বিপরীতে ছিলেন ডোয়েন জনসন, যিনি দ্য রক নামে বিশ্বে পরিচিত। ডোয়েন ২০১৭ সালে নিকের সঙ্গে ‘জুমানজি’ ও প্রিয়াঙ্কার সঙ্গে ‘বেওয়াচ’ সিনেমায় কাজ করেছেন। তবে তাঁকে অনেক ভোটে পেছনে ফেলে প্রথম স্থান অধিকার করে নেন নিক।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে প্রিয়াঙ্কা ও নিক তাঁদের হলিউডি বন্ধুদের জন্য আরেকটি রাজকীয় পার্টি দিতে যাচ্ছেন। সুইজারল্যান্ডে মধুচন্দ্রিমা কাটাবেন তাঁরা। আর এর পরেই প্রিয়াঙ্কা যোগ দেবেন দ্য স্কাই ইজ পিংক সিনেমার শুটিংয়ে।
CoinWan Latest Banlga Newspaper