বলিউডের প্রখ্যাত অভিনেতা কাদের খান গুরুতর অসুস্থ হয়ে কানাডার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। বেশ কয়েকদিন ধরে তিনি তীব্র শ্বাসকষ্টে ভুগছেন। তার অবস্থা আশঙ্কাজনক।
কাদের খানের বন্ধু ও বলিউড অভিনেতা শক্তি কাপুর জানান, ৮১ বছর বয়সী এই অভিনেতা দীর্ঘদিন ধরে প্রগ্রেসিভ সুপ্রানিউক্লিয়ার পলসি (পিএসপি) রোগে আক্রান্ত।
Read More News
অভিনেতা কাদের খান বেশ কয়েক বছর ধরে ছেলে সরফরাজ ও পুত্রবধূর সঙ্গে কানাডায় বসবাস করছেন। ২০১৭ সালে সেখানেই তার হাঁটুতে অস্ত্রোপচার হয়। এরপর থেকে তিনি আর হাটতে পারেন না।
১৯৭৩ সালে যশ চোপড়ার ‘দাগ’ সিনেমার মধ্য দিয়ে কাদের খান বলিউডে পা রাখেন। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে-‘দুলহে রাজা’, ‘হিম্মতওয়ালা’, ‘হাসিনা মান যায়েগি’ ইত্যাদি।