বিপিএলে সিলেট সিক্সার্স মাত্র ৬৮ রানে অলআউট হয়ে গেছে। কুমিল্লা ভিক্টোরিয়ানস আট উইকেটে সহজেই জয় তুলে নিয়েছে।
সিলেটের অল্প রানে গুটিয়ে যাওয়া বেশি আলোচনা ছিল। তাদের ভাগ্য ভালো অল্পের জন্য লজ্জার রেকর্ড হয়নি।
Read More News
বিপিএলে এর আগে সর্বোনিম্ন রানের ইনিংসটি ছিল খুলনা টাইটানসের। ২০১৬ সালে তৃতীয় আসরে মাত্র ৪৪ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ড গড়েছিল তারা। এবার তা না হলেও নিজেদের মাঠে নাসির-সাব্বিরদের কম লজ্জা হয়নি।
তরুণ স্পিনার মেহেদী হাসানের বোলিং তোপেই নাজেহাল অবস্থা হয়েছে সিলেটের। চার ওভার বল করে ২২ রান দিয়ে চার উইকেট তুলে নেন তিনি। এছাড়া ইংলিশ স্পিনার লিয়াম দাউসন দুটি ও পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজ তিনটি উইকেট নিয়ে সিলেট ব্যাটসম্যানদের নাজেহাল করে ছেড়েছেন।
সিলেট চার ম্যাচে মাত্র একটিতে জিতে ২ পয়েন্ট পেয়েছে। আর কুমিল্লা পাঁচ ম্যাচে ছয় পয়েন্ট।
CoinWan Latest Banlga Newspaper