নির্মাতা মেহের আফরোজ শাওন বর্তমানে নিউ ইয়র্কে অবস্থান করছেন। তিনি আবারো পড়াশোনা শুরু করেছেন।
নিউ ইয়র্ক ফিল্ম একাডেমিতে ফিল্মের ওপর পড়াশোনা করেছেন। এই কোর্স শেষ হলে নিউ ইয়র্ক থেকে ঢাকায় ফিরবেন। এরপর নতুন কিছু কাজ শুরু করবেন।
Read More News
গত মাসে শাওনের গাওয়া নতুন একটি গান ধ্রুব মিউজিক থেকে প্রকাশ হয়। গানের শিরোনাম ছিল ‘ইলশেগুঁড়ি’। এটি লিখেছেন জুলফিকার রাসেল। সুর করেছেন নচিকেতা চক্রবর্তী। সংগীত পরিচালনা করেছেন টুনাই দেবাশিষ গাঙ্গুলী। গানটিতে কণ্ঠ দেয়ার পাশাপাশি মিউজিক ভিডিওতেও দেখা যায় শাওনকে। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন মীর শরিফুল করিম শ্রাবণ। গানটি প্রকাশের পর বেশ সাড়া পেয়েছেন তিনি।
CoinWan Latest Banlga Newspaper