বলিউড বাদশাহ শাহরুখ খান অসংখ্য নারীর স্বপ্নের পুরুষ। গত তিন দশক তুমুল জনপ্রিয়তা উপভোগ করেছেন শাহরুখ। আর তাঁর বড় ছেলে আরিয়ান খান এখন মনোযোগের কেন্দ্রে।
Read More News
বাবার মতোই আরিয়ান খান বিশেষ ভাবমূর্তি নিয়ে বেড়ে উঠছেন। বাবার মতোই আরিয়ান ফ্যাশন-সচেতন। তাঁর অভিষেক নিয়ে বহুদিন ধরেই বিনোদন দুনিয়ায় নানা কানাঘুষা চলছে।
শাহরুখ খান জানিয়েছিলেন, অভিনয়ে আগ্রহ নেই আরিয়ানের। তিনি চলচ্চিত্র নির্মাণ নিয়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় পড়াশোনা করছেন।
তবে সাম্প্রতিক প্রতিবেদন জানাচ্ছে, হলিউডের একটি সুপারহিরো সিনেমায় অভিনয়ের ইচ্ছে প্রকাশ করেছেন আরিয়ান খান। এই স্টার কিড এখন মুম্বাইয়ে রয়েছেন।