অস্ট্রেলিয়াকে করতে হবে ৩৫৩ রান। জয়ের কাছাকাছি গিয়েও ৩১৬ রানে থেমে গেছে তাদের ইনিংস। তাই ভারতের কাছে ৩৬ রানে হেরেছে অস্ট্রেলিয়া। এই ম্যাচ জিতলে রেকর্ড হতো অস্ট্রেলিয়ার।
Read More News
ভারত করে ৩৫২ রানের বিশাল সংগ্রহ। শিখর ধাওয়ানের (১১৭) সেঞ্চুরি ও বিরাট কোহলির ৮২ রানে, আর রোহিত শর্মা ৫৭ ও হার্দিক পান্ডিয়া ৪৮ রান করে আউট হন। সাবেক অধিনায়ক ধোনি করেন ২৭ রান।
CoinWan Latest Banlga Newspaper