সোনালি ক্যানসারের সঙ্গে লড়াই চালিয়ে গিয়েছিলেন। ফিরে এসেছেন নতুন জীবনে। শেষ হাসি অবশ্য সোনালিই হেসেছেন।
ক্যানসার যুদ্ধের নানা অভিজ্ঞতা বিভিন্ন সময়ে ইনস্টাগ্রামের মাধ্যমে মানুষের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন সোনালি বেন্দ্রে। সেই তালিকায় যোগ হল আরও একটি ভিডিয়ো পোস্ট।
Read More News
তাঁর অ্যাকোয়া থেরাপি সেশনের ভিডিয়ো ইনস্টাগ্রামে শেয়ার করে সোনালি লিখলেন, ‘দেখে যতটা সহজ মনে হচ্ছে, বাস্তবে তা নয়।’ একটি কাচের জলের ট্যাংকের মধ্যে সোনালিকে দেখা যাচ্ছে ট্রেডমিলে হাঁটতে, ওজন তুলতে, পায়ের এক্সারসাইজ করতে।
CoinWan Latest Banlga Newspaper