এষা দেওল ফের মা হলেন। এষা ও ভারত তখতানির পরিবারে এল নতুন সদস্য। ১০ জুন দ্বিতীয়বার কন্যা সন্তানের জন্ম দেন এষা। সোশ্যাল মিডিয়ায় এই সুখবর নিজেই জানিয়েছেন।
Read More News
তিনি লিখেছেন, ‘মিরায়া তখতানি তোমাকে স্বাগত’। ছবির ক্যাপশনে লেখেন, “সকলের ভালবাসা এবং আশীর্বাদের জন্য ধন্যবাদ”। এষার পোস্ট থেকেই বোঝা যাচ্ছে অভিনেত্রী তার দ্বিতীয় কন্যা সন্তানের নাম রেখেছেন মিরায়া তখতানি।
এষার প্রথম সন্তান রাধ্যা তখতানির জন্ম হয় ২০১৭ সালে। এষা দ্বিতীয়বার সন্তান সম্ভাবনার খবরও সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই জানান। সেখানে লেখেন, “রাধ্যা এবার বড় বোন হতে চলেছে”।
CoinWan Latest Banlga Newspaper