সুইমিং পুলের ধারে বসে সন্তানকে স্তন্যপান করানোয় পুল থেকে তাঁকে বেরিয়ে যেতে বলা হয়।
ঘটনাটি ঘটেছে টেক্সাসের নেসলার পার্ক ফ্যামিলি অ্যাকুয়াটিক সেন্টারে। তবে সেখানকার কর্মকর্তাদের দাবি, কিছুটা শালীনভাবে ওই নারীকে স্তন্যপান করানোর কথা বলা হয়। কিন্তু তিনি কর্মচারীদের সঙ্গে খারাপ আচরণ করেছেন। এজন্য তাকে বের করে দেওয়া হয়।
Read More News
তবে অভিযোগকারিণী মিষ্টি ডুজারিক্সের দাবি, তিনি সুইমিংপুলের কর্মচারীদের সঙ্গে কোনও ধরনের অশালীন আচরণ করেননি। বরং তাঁরাই গিয়ে তাঁকে সুইমিংপুল থেকে বাচ্চা-সহ বের করে দিয়েছেন।
তিনি আরও জানিয়েছেন, আমি তাঁদের সঙ্গে কথাই বলতাম না। বাচ্চাকে দুধ পান করানোর সময় তাঁরাই আমার সঙ্গে অসভ্য আচরণ করেছেন। আর ১০ মাসের বাচ্চার জন্য কেউ নিশ্চয় বোতলে দুধ নিয়ে যায় না। তাঁরা আমাকে এ ব্যাপারেও চাপ দিয়েছেন যে, কেন বোতলে না নিয়ে এসে এখানে স্তন্যপান করালাম। আমি কি আমার বাচ্চাকে স্তন্য দানও করতে পারব না? সেই স্বাধীনতা কি আমার নেই?