হালের সেনসেশন ‘বাঘি’ তারকা দিশা পাটানি ও টাইগার শ্রফ চুটিয়ে প্রেম করছেন। নিজেদের প্রেমের ব্যাপারে প্রকাশ্যে মুখ খোলেননি, তবে তাঁদের ঘনিষ্ঠ সম্পর্কের কথা জানেন। প্রায়ই তাঁরা একসঙ্গে অন্তরঙ্গ সময় কাটান। লাঞ্চ বা ডিনার ডেটে হামেশাই ক্যামেরাবন্দি হন।
Read More News
গতকাল রোববার ফের রেস্তোরাঁ থেকে বের হওয়ার পরে ক্যামেরাবন্দি হলেন দুজন। দিশা পরেছিলেন ছোট বিন্দুভরা নীল পোশাক। অন্যদিকে, টাইগার পরেছিলেন টি-শার্ট ও গাঢ় নীল প্যান্ট। অপ্রত্যাশিত পরিস্থিতির মুখোমুখি হন দিশা পাটানি। নিজেদের গাড়ির দিকে হেঁটে যাওয়ার পথে অসংখ্য ভক্ত ঘিরে ধরে তাঁদের। সেলফি তোলার জন্য মরিয়া হয়ে ওঠেন তাঁরা। জনতার ভিড় থেকে দিশাকে সুরক্ষা দেন তিনি। তারপর নিরাপদে গাড়িতে পৌঁছে যান দুজন। প্রেমিকার প্রতি টাইগারের এই সচেতনতায় মুগ্ধ তাঁর ভক্তকুল।
টাইগার শ্রফকে সর্বশেষ ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’-তে দেখা গিয়েছে। আর দিশা পাটানিকে সালমান খানের ‘ভারত’ সিনেমায় দেখা গেছে। সালমানের সঙ্গে তাঁর ‘স্লো মোশন’ গানটি তুমুল জনপ্রিয়তা পেয়েছে।