দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের বিশাল জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে আট বছর আগের ও পরের বাংলাদেশের প্রতিচ্ছবি ফুটে উঠেছে। একইসঙ্গে এই আট বছরে ক্রিকেট বিশ্বে বাংলাদেশ কতটা এগিয়েছে সেটাও স্পষ্ট হয়ে আছে। যেটাকে বলা হচ্ছে, ‘এইট ইয়ার চ্যালেঞ্জ’।
Read More News
ছবির পরিসংখ্যানে দেখা যাচ্ছে, ২০১১ সালের বিশ্বকাপে মিরপুরে দক্ষিণ আফ্রিকার ২৮৪ রানের জবাবে ৭৮ রানে অলআউট হয়ে লজ্জায় ডুবেছিল টাইগাররা। ৮ বছর পর আরেকটি বিশ্বকাপে, তাও আবার বিদেশের মাটিতে সেই দক্ষিণ আফ্রিকাকে ৩৩১ রানের বিশাল টার্গেট দিয়ে ২১ রানের জয় ছিনিয়ে এনেছে বাংলাদেশ।
২০১১ সালের বিশ্বকাপে মিরপুরে আরেকটি ম্যাচে ৫৮ রানে অলআউট হয়েছিল টাইগাররা। সেই দুঃস্বপ্নের ম্যাচটি হয়তো এখনও ভুলেনি টাইগাররা। পরে ব্যাটিং করে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটি জিতে নিয়েছিল ৯ উইকেট হাতে রেখেই। ৮ বছর পর ২০১৮ সালের ইংল্যান্ড বিশ্বকাপে সেই ক্যারিবীয়দের ৩২২ রানের বিশাল টার্গেট ৭ উইকেট আর ৫১ বল হাতে রেখেই অনায়াসে টপকে গেছে বাংলাদেশ।