আজ (২০ জুন) মুক্তি দেওয়া হয়েছে ভারতের দক্ষিণী চলচ্চিত্র তারকা সামান্থা আক্কিনেনি অভিনীত ‘ওহ বেবি’র ট্রেইলার মুক্তি পেল। নন্দিনী রেড্ডি পরিচালিত এই ফান এন্টারটেইনারে আরো রয়েছেন লক্ষ্মী ও নাগা শৌর্য।
দুই মিনিট দৈর্ঘ্যের ট্রেইলারে সিনেমার গল্প বিধৃত। ৭০ বছরের এক দাদি ২৪ বছরের এক তরুণীর ভেতর নিজেকে খুঁজে পান। ট্রেইলারে রয়েছে অনেক হাস্যরস। আর তাতেই বেশ মজা পাচ্ছেন সিনেপ্রেমীরা। তবে শুধু যে ফানই রয়েছে এমন নয়, আবেগময় মুহূর্তও রয়েছে, যা অনেকের চোখে জল এনেছে। ট্রেইলারে প্রদর্শিত শেষের কয়েক সেকেন্ডই ‘ওহ বেবি’র সারকথা প্রকাশ করেছে।
Read More News
সামাজিক যোগাযোগমাধ্যমে এখন চলছে ‘ওহ বেবি’ ঝড়। ৫০ লাখ ভিউয়ার পেয়েছে ইউটিউবে। হাস্যরস আর আবেগ সব মিলিয়ে অন্য ঘরানার সিনেমা হতে চলেছে ‘ওহ বেবি’। চলতি বছরে ‘সুপার ডিলাক্স’ ও ‘মাজিলি’র পরে এটি সামান্থার তৃতীয় ছবি।
কোরিয়ার হিট চলচ্চিত্র ‘মিস গ্র্যানি’র অফিশিয়াল রিমেক মিস সুরেশ বাবু ও সুনীতা তাঁতি প্রযোজিত ‘ওহ বেবি’। ছবিটি বড়পর্দায় উঠবে ৫ জুলাই।
CoinWan Latest Banlga Newspaper