শনিবার সকাল ১০টায় বরিশাল বিএম কলেজ অডিটোরিয়ামে উদ্বোধন হয় দুই দিনব্যাপী ওয়ালটন চাকরি মেলা।
মেলা উদ্বোধন করেন সরকারি বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শফিকুর রহমান সিকদার। এসময় উপস্থিত ছিলেন বিএম কলেজের উপাধ্যক্ষ প্রফেসর স্বপন কুমার পাল, শিক্ষক পরিষদের সম্পাদক আল আমিন সরোয়ার, ওয়ালটন প্লাজার ফার্স্ট সিনিয়র এডিশনাল ডিরেক্টর আল মাহফুজ খান, ওয়ালটনের ফার্স্ট সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো. ফয়সাল ওয়াহিদ, ওয়ালটন প্লাজার বরিশালের এড়িয়া ম্যানেজার সুব্রত দাস ও পিএইচডি-৪ এর প্রধান রাজিব কুমার দাস প্রমুখ।
Read More News
দুই দিনব্যাপী এই চাকরি মেলার প্রথম দিন শনিবার সেলস অ্যাসোসিয়েট (ওয়ালটন প্লাজা), সেলস অফিসার (ওয়ালটন প্লাজা), সেলস এক্সিকিউটিভ (ওয়ালটন প্লাজা), সহকারী ম্যানেজার (ওয়ালটন প্লাজা) ও সার্ভিস এক্সপার্ট (ফ্রিজ, এসি, টিভি ও হোম অ্যাপ্লায়েন্স প্রোডাক্ট) পদে সিভি জমা নেওয়া হয়। বিকেল ৪ টা পর্যন্ত চলে এর কার্যক্রম।
রবিবার দ্বিতীয় দিন সিভি যাচাই-বাছাই শেষে লিখিত, আইটি ও ভাইভা পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন ওয়ালটন কর্তৃপক্ষ।
চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের বরিশাল বিভাগে নিয়োগ দেওয়া হবে। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে। এছাড়া কোম্পানী আইন অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।
CoinWan Latest Banlga Newspaper