রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘পতঙ্গ’ নাটকের একটি স্থিরচিত্র শেয়ার করেন মেহজাবীন। ছোট পর্দায় নতুন চরিত্র নিয়ে নিয়মিত হাজির হচ্ছেন মেহজাবীন চৌধুরী।
Read More News
ছবিতে দেখা যায়, ময়লা পানির ধারে পাগলীর বেশে বসে আছেন তিনি। পুরো ছবিতে ফুটে ওঠেছে অসহায়ত্বের ছাপ। ছবিতে লাইক পড়েছে ২০ হাজার। ১৬৬ জন শেয়ার করেছেন ছবিটি।
বর্তমানে ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং চলছে। এর মধ্যে উল্লেখযোগ্য নাটকগুলো হলো, ‘ভাইয়া’, ‘২২ শে এপ্রিল’, ‘শেষটা সুন্দর’, ‘মুঠো ফোন’, ‘প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা’, ‘টম এন্ড জেরি ২’, ‘আনোয়ার দ্য প্রোডাকশন বয়’, ‘এই শহরে ভালোবাসা নেই’, ‘আগুন’ ইত্যাদি।
CoinWan Latest Banlga Newspaper