বলিউডে বেশ কিছুদিন ধরেই সারা আলি খান ও কার্তিক আরিয়ানের সম্পর্ক নিয়ে আলোচনা হচ্ছে। সারা প্রকাশ্যেই কার্তিকের সঙ্গে ডেট করার ইচ্ছে প্রকাশ করেছিলেন। আর এখন হিমাচল প্রদেশের কিন্নরে তাঁদের রোমান্টিক মুহূর্ত কেন্দ্রে।
নির্মাতা-প্রযোজক করণ জোহরের জনপ্রিয় ও বিতর্কিত টেলিভিশন শো ‘কফি উইথ করণ’-এ বাবা সাইফ আলি খানের সামনে সারা বলেছিলেন, কার্তিক আরিয়ান তাঁর ক্রাশ, একসঙ্গে কফি ডেটে যেতে রাজি। সেই থেকে তাঁদের প্রেম নিয়ে জল্পনার শুরু। ‘সোনু কে টিটু কি সুইটি’ সিনেমা দিয়ে প্রচারের আলোয় আসেন কার্তিক।
Read More News
এর পরেই ঘোষণা আসে, লেখক-নির্মাতা ইমতিয়াজ আলির ‘লাভ আজকাল’ ছবির সিক্যুয়ালে জুটি বাঁধছেন সারা ও কার্তিক। একাধিক ভাগের শুটিংও করেছেন দুজন। কিছুদিন আগে শিমলায় একসঙ্গে দেখা যায় দুজনকে। তাঁদের ভিডিও ভাইরাল হয়েছিল। দিল্লি, মুম্বাই, উদয়পুর ও শিমলার পর এখন কিন্নরে চলছে শুটিং।
একটি ছবি এখন অন্তর্জালে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, হিমাচল প্রদেশের পর্বতের চূড়ায় বসে আছেন সারা আলি খান ও কার্তিক আরিয়ান। ধূসর ট্র্যাক স্যুট আর লাল টুপি পরা সারা মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছেন সহ-অভিনেতা কার্তিকের চোখে। কার্তিকও অপলক, তিনি পরেছেন কালো টি-শার্ট, নীল ট্র্যাকপ্যান্ট ও সাদা জ্যাকেট।
ইমতিয়াজ আলি পরিচালিত ‘লাভ আজকাল’ ছবির সিক্যুয়ালে জুটি বেঁধেছেন সারা ও কার্তিক। ২০২০ সালের ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাবে এ ছবি।
CoinWan Latest Banlga Newspaper