বিশ্বকাপ ক্রিকেটের শেষ ম্যাচে পাকিস্তানের কাছে পরাজিত হয়েছে বাংলাদেশ। ৩১৬ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ৯৪ রানের ব্যবধানে সব উইকেট হারিয়ে পরাজিত হয় টাইগাররা।
ক্যারিয়ার সেরা ৬ উইকেট নিয়ে একাই ধসিয়ে দিয়েছেন পাকিস্তানি বোলার। নির্ধারিত ৫০ ওভারও খেলতে পারেনি বাংলাদেশ। ৪৪.১ ওভারে ২২১ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। এই পরাজয়ের মধ্যদিয়ে ৯ ম্যাচ থেকে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তমস্থানে স্থায়ী জায়গা হলো টাইগারদের।
Read More News
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান: ৫০ ওভারে ৩১৫/৯ (ইমাম-উল ১০০, বাবর ৯৬, ইমাদ ৪৩, হাফিজ ২৭; মোস্তাফিজ ৫/৭৫)।
বাংলাদেশ: ৪৪.১ ওভারে ২২১/ ১০ (সাকিব ৬৪, লিটন ৩২, মাহমুদউল্লাহ ২৯, সৌম্য ২২, মোসাদ্দেক ১৬, মাশরাফি ১৫, মুশফিক ১৬, তামিম ৮, মিরাজ ৭*; শহিন আফ্রিদি ৬/৩৫)।
ফল: পাকিস্তান ৯৪ রানে জয়ী।