রাজধানীর কামরাঙ্গীরচর খোলামোড়া এ নদী চারপাশ দখলমুক্ত করার অভিযানে মঙ্গলবার দু’টি সাত তলা ভবন, বেশ কয়েকটি একতলা ভবন ও কাঁচা স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়েছে।
Read More News
সকালে থেকে বিআইডব্লিউটিএ এ অভিযান শুরু করে। নিজেরা সরিয়ে নেয়ার প্রতিশ্রুতি দিয়েও নির্দিষ্ট সময়ের মধ্যে তা সরিয়ে না নেয়ায় সাত তলা ভবন দুটি উচ্ছেদ করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
বিআইডিব্লউটি এর ঢাকা নদী বন্দরের যুগ্ম পরিচালক এ. কে. এম. আরিফ উদ্দিন বলেন, কৌশলে তারা আমাদের চিহ্নিত জায়গা পর্যন্ত ভাঙেনি। একটি মাদ্রাসার সাইনবোর্ড টাঙিয়ে দখল রাখার চেষ্টা করেছে। এবার নদীর জায়গা নদীকে ফিরিয়ে দেয়া হবে। এখন আর সময় নেই। এখন ভাঙতে বাধ্য হচ্ছি।
অভিযানে এ পর্যন্ত প্রায় সাড়ে চার হাজার স্থাপনা উচ্ছেদের পাশাপাশি শতাধিক একর নদীর জায়গা দখলমুক্ত হয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ।