বাংলাদেশে একইসঙ্গে চলছে ডেঙ্গু ও ভয়াবহ বন্যার তাণ্ডব।
সরকারি হিসাবে এ পর্যন্ত ডেঙ্গু রোগে মৃত্যুর সংখ্যা ৫ জন বলা হলেও বিভিন্ন সংবাদমাধ্যমে রোগ তত্ত্ব নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট-আইইডিসিআর এর বরাত দিয়ে বলা হয়েছে যে মৃতের সংখ্যা অন্তত ১১ জন।
সব মিলিয়ে এবারের ডেঙ্গু পরিস্থিতি আগের চাইতে উদ্বেগজনক এবং বিগত যেকোনো বছরের চাইতে এই জটিলতার দিকগুলো অনেক বেড়েছে।
Read More News
আগে ডেঙ্গু হলে জ্বর হতো, মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা হতো। তবে এবারে ডেঙ্গুর লক্ষণ গুলো অন্যরকম। যেমন কেউ তীব্র পেটব্যথা নিয়ে আসছেন, কারও হার্টের সমস্যা বেড়েছে। কারও ব্রেনে অ্যাফেক্ট ফেলেছে। অন্যান্য বছরের চাইতে এবারে এই জটিলতাগুলো অনেক বেশি।
CoinWan Latest Banlga Newspaper