বিয়ের পর টালিউড অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান ধর্ম পরিবর্তন করেননি। তারা নিজেদের মতো করেই আছেন।
সমালোচনার মধ্যে রয়েছেন টালিউড অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান একজন মুসলিম হয়েও কেন তিনি হিন্দুকে হিন্দু মতে বিয়ে করলেন এ নিয়েও আলোচনা। তবে সমালোচনার কানে নেননি নুসরাত। অবিচল থেকেছেন নিজের সিদ্ধান্তে।
নিন্দুকেরা বলেছিলেন, নুসরাত আর মুসলমান নেই সে হিন্দু হয়ে গেছে। তবে নায়িকার দাবি, তার বিশ্বাস অটুট আগের জায়গাতেই আছে।
Read More News
হিন্দুদের নানা ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত হয়েও বিতর্কিত হয়েছেন অভিনেত্রী। এই মুহূর্তে কাজের সূত্রেই দিল্লিতে রয়েছেন নুসরাত। স্বামী নিখিল জৈনকে নিয়ে খাজা হজরত নিজামুদ্দিন দরগা শরীফে গেলেন তিনি। আর সেখান থেকে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিখিল লিখেছেন, ভগবান সর্বত্র। তুমি কোথায় তাঁকে খুঁজে পাবে তা নির্ভর করছে তোমার উপর। আমি তোমার মধ্যেই আমার ভগবানকে খুঁজে পেয়েছি।
উল্লেখ করার বিষয় হলো সিঁদুর পরা নুসরাতের সিঁথিতে এদিন সিঁদুর ছিল না।