দাবাং তারকা সালমান খানের ভক্তদের মনে একটিই প্রশ্ন, ‘তিনি কি চিরকুমারই থেকে যাবেন!’ তাকে নিয়ে এমন প্রশ্নের জবাব দিলেন বলিউড পারফেকশনিস্ট আমির খান। তিনি জানালেন, খুব চেষ্টা করলে হয়ত সালমানকে বিয়েতে রাজি করাতে সফল হতে পারেন তিনি।
গত বছর ৫০ বছরে পা দিয়েছেন সালমান। কিন্তু জীবনে এখনও একা তিনি। এবং প্রায়ই বিভিন্ন সাক্ষাৎকারে একা থাকার ইচ্ছাই প্রকাশ করেছেন অভিনেতা। বলিউডে একাধিক সুন্দরী অভিনেত্রীর সঙ্গে ঘনিষ্ঠতা থাকলেও কাউকেই জীবনসঙ্গী করেননি তিনি।
Read More News
ওদিকে ৫১-তম জন্মদিনে সাংবাদিকদের মুখোমুখি হওয়া অভিনেতা আমিরকে সাংবাদিকদের প্রশ্ন, তিনি কি বিয়ে করার জন্য সালমানকে বোঝাবেন কিনা। তিনি কি চান, সালমান বিয়ে করুক? জবাবে ‘পিকে’ তারকা বলেন, মুখে বলেছি বটে। তবে সেভাবে কোনদিন চেষ্টা করিনি। যদি চেষ্টা করি, সফল হতেও পারি।
CoinWan Latest Banlga Newspaper