মুক্তি পেতে চলেছে জনপ্রিয় পাঞ্জাবি গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ অভিনীত ‘অর্জুন পাতিয়ালা’। এ ছবির গানে দিলজিতের সঙ্গে নেচেছেন বলিউড আবেদনময়ী সানি লিওন। সানি লিওনের সঙ্গে নাচের প্রস্তাব আসার পর সঙ্গে সঙ্গেই ‘হ্যাঁ’ বলে দিয়েছিলেন দিলজিৎ। গানটি মুক্তির পর ঝড়ও তুলেছে অন্তর্জালে।
কেমন লেগেছিল নাচতে? উত্তরটা দিয়েছেন দিলজিৎ, সানির প্রথম ছোঁয়া তাঁকে ‘প্রথমবার কোনো মেয়ে ছুঁয়ে দেওয়ার’ অনুভূতি এনে দিয়েছিল। নিজের ইনস্টাগ্রাম টাইমলাইনে মিম বানিয়ে প্রকাশ করেছেন দিলজিৎ।
Read More News
হাস্যরসাত্মক ছবি ‘অর্জুন পাতিয়ালা’। ছবিতে পুলিশ কর্মকর্তার ভূমিকায় দেখা যাবে দিলজিৎকে। সাংবাদিক চরিত্রে অভিনয় করেছেন কৃতি শ্যানন। সাংবাদিকের সংস্পর্শে এসে কীভাবে পুলিশ কর্মকর্তার জীবন বদলে গিয়েছিল, সেই গল্পই বর্ণনা করা হবে ছবিতে। এতে আরো রয়েছেন বরুণ শর্মা। রোহিত যুগরাজ পরিচালিত ছবিটি মুক্তি পাবে শুক্রবার (২৬ জুলাই)।
CoinWan Latest Banlga Newspaper