বলিউডের আবেদনময়ী শিল্পা শেঠি ফিটনেসে কোটি নারীর প্রেরণা ৪৪ বছরের এ তরুণী।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই জিম ভিডিও, যোগব্যায়াম সেশন, স্বাস্থ্যকর খাবারদাবারের ভিডিও ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেন শিল্পা শেঠি। লাখো নারীর প্রেরণা হয়ে উঠেছেন এই সুন্দরী। এবার প্রথমবারের মতো পাইলেটস সেশনের ভিডিও শেয়ার করলেন শিল্পা। বলিউড অভিনেত্রীদের মধ্যে পাইলেটস সেশন তুমুল জনপ্রিয়।
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ভিডিওটি শেয়ার করে শিল্পা লিখেছেন, ‘আমার প্রথম পাইলেটস ক্লাস! প্রথমবারের মতো চেষ্টা করলাম। ওয়াওওও!’ এরই মধ্যে ভিডিওটি নয় লাখের বেশিবার দেখা হয়েছে।
Read More News
কিছুদিন আগেও যোগব্যায়ামের ভিডিও শেয়ার করেছিলেন শিল্পা শেঠি। ওই ভিডিও অন্তর্জালে ঝড় তুলেছিল।
কিছুদিন আগে একটি ভিডিও শেয়ার করেছিলেন শিল্পা, যেখানে হাঁসের পালকে খাওয়াতে দেখা যায় তাঁকে। এত হাঁস দেখে কিছুটা ভয়ও পেয়ে যান শিল্পা।
শিল্পা শেঠিকে সর্বশেষ নাচের রিয়েলিটি শো ‘সুপার ড্যান্সারস’-এর তৃতীয় মৌসুমে বিচারক হিসেবে দেখা যায়। এ ছাড়া প্রায় এক দশক পর বলিউডে ফিরতে চলেছেন ‘বাজিগর’ অভিনেত্রী। রমেশ তৌরানির একটি ছবিতে দিলজিৎ দোসাঞ্জ ও ইয়ামি গৌতমের সঙ্গে দেখা যাবে শিল্পাকে। ছবিটির নাম এখনো ঘোষণা করা হয়নি।
CoinWan Latest Banlga Newspaper