শাকিব খান ও শবনম বুবলী অভিনীত ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবির অফিসিয়াল পোস্টার প্রকাশ করা হয়েছে। ছবির প্রথম গান ‘কতো ভালোবাসি তোরে’ মুক্তির পর আজ বৃহস্পতিবার পোস্টারটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উন্মুক্ত করা হয়।
Read More News
এর আগে, গত মঙ্গলবার ছবিটি বিনা কর্তনে সেন্সরে ছাড়পত্র পায়। চলচ্চিত্র সেন্সরবোর্ডে শাকিব-বুবলী জুটির এই ছবি প্রশংসিত হয়েছে। আগামী ঈদুল আজহায় মুক্তির মিছিলে থাকা এ ছবিটি পরিচালনা করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত নির্মাতা জাকির হোসেন রাজু।
‘মনের মত মানুষ পাইলাম না’ ছবিটির চিত্রনাট্য করেছেন আবদুল্লাহ জহির বাবু। ছবিটির গানগুলো লিখেছেন জাকির হোসেন রাজু ও গাজী মাজহারুল আনোয়ার। গানগুলোর সুর ও সঙ্গীত করছেন শফিক তুহিন। সিনেমাটি প্রযোজনা করেছে দেশ বাংলা মাল্টিমিডিয়া। এর আগে, গত রবিবার শাকিব খানের নিজস্ব ইউটিউব চ্যানেল এসকে ফিল্মস-এ ছবির প্রথম গান উন্মুক্ত করা হয়।
CoinWan Latest Banlga Newspaper