সম্প্রতি রাজা চন্দ পরিচালিত পশ্চিম বাংলার থ্রিলার ঘরানার ছবি ‘ভয়’-এর জন্য চুক্তিবদ্ধ হয়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। নুসরাত ফারিয়া বাংলাদেশের পাশাপাশি কলকাতার চলচ্চিত্রেও নিয়মিত অভিনয় করছেন।
Read More News
ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করবেন অঙ্কুশ-নুসরাত। গল্পে দেখা যাবে, অঙ্কুশ তার ক্যারিয়ার নিয়ে খুব খুশি। সুইমিং কোচ হিসেবে সে বেশ ভালো। কিন্তু এই প্রাণখোলা মানুষটির মধ্যে একটি ঘটনা মৃত্যু ভয় ঢুকিয়ে দেয়। আর সেখান থেকে বেরিয়ে আসতে তাকে সাহায্য করে তার অটিস্টিক বোনের শিক্ষিকা। এই শিক্ষিকার ভূমিকায় নুসরাত ফারিয়াকে দেখা যাবে। জানা গেছে, খুব শিগগির ছবিটির দৃশ্যধারণ শুরু হবে।
প্রসঙ্গত, সর্বশেষ কলকাতার ‘বিবাহ অভিযান’ সিনেমায় অভিনয় করেন ফারিয়া।
CoinWan Latest Banlga Newspaper