সোশ্যাল মিডিয়ার দৌলতে রাতারাতি সেলিব্রিটির তকমা পেয়ে যাওয়া নদিয়ার রানু মণ্ডল গান রেকর্ড করলেন হিমেশ রেশমিয়ার সঙ্গে। রেকর্ডিং স্টুডিয়োতে রানু গেয়েছেন ‘তেরি মেরি কাহানি’।
গত ২০ জুলাই সোশ্যাল মিডিয়ায় লতাজির গাওয়া একটি গান গেয়ে রাতারাতি বিখ্যাত হয়ে যান রানু। গত একমাসে ভিউয়ারের সংখ্যা প্রায় কোটি ছুঁয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ তো বটেই বিভিন্ন গুণি শিল্পীরা গায়িকার প্রশংসায় পঞ্চমুখ। সেই রানুকে সুপারস্টার সিঙ্গার-এর মঞ্চে দাঁড়িয়ে গান রেকর্ডিংয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন হিমেশ।
Read More News
বলিউডের সঙ্গীত পরিচালক ও গায়ক হিমেশ বলেছিলেন, ‘সালমান খান ভাইয়ের বাবা সালিম আঙ্কল আমাকে বলেছিলেন জীবনে প্রতিভাধর মানুষের সঙ্গে আলাপ হলে তাঁর পাশে দাঁড়াতে।’
বলিউডের আসন্ন ছবি হ্যাপি হার্ডি অ্যান্ড হির-এর তেরি মেরি কাহানি গানটি গাইলেন রানু।