নায়িকা জয়া আহসান এবার জুটি হয়েছেন আবীরের। আবীর চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রেম জমে উঠবার অপেক্ষায়। ছবিতে আবীরের প্রেমিকা হিসেবেই জয়াকে দেখা যাবে। জয়া এই মুহূর্তে দিল্লিতে ছুটি কাটাচ্ছেন। তবে ভারতের ছবিতে এখন জয়া নিয়মিত নায়িকা হয়ে উঠেছেন। এবারের ছবির নাম ’আমি জয় চ্যাটার্জি’।
Read More News
ছবিটি পরিচালনা করছেন মনোজ মিচিগান। এটি একটি থ্রিলার ড্রামা। ছবির মুখ্য চরিত্রের নামই জয় চ্যাটার্জি। খুবই দাম্ভিক ও আত্মকেন্দ্রিক। একদিন এই জয় নিঁখাজ হয়ে যায়। এই নিয়েই গল্পের বুনন। ছবির স্ক্রিপ্ট পড়ে খুশি আবীর। জানা গেছে, এপ্রিলের শেষে বা মে মাসে ছবির শ্যুটিং শুরু হবে। ছবির চরিত্র সম্পর্কে জয়ার কোনও মতামত অবশ্য জানা যায় নি।
CoinWan Latest Banlga Newspaper