বরগুনার আয়শা সিদ্দিকা মিন্নিকে স্থায়ী জামিন দিয়েছেন হাইকোর্ট। আদালত আদেশে আরো বলেছেন, এই সময়ে তিনি বাবার জিম্মায় থাকবেন এবং গণমাধ্যমের সঙ্গে কথা বলতে পারবেন না।
আজ বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চে এই আদেশ দেন।
Read More News
দুপুর ২টায় আদালত বলেন, ‘এজাহারে মিন্নির নাম না থাকা, গ্রেপ্তারের পূর্বে আটক করে স্বীকারোক্তি আদায় করা, মিন্নির স্বীকারোক্তি আদায়ের পূর্বে পুলিশ সুপারের বক্তব্য দেওয়া এবং ম্যাজিস্ট্রেটের কাছে মিন্নির নির্দোষ দাবি করা, তদন্ত শেষ পর্যায়ে থাকায় কোনো ব্যাঘাত ঘটবে না এবং ফৌজদারি কার্যবিধির ৪৯৭ ধারা অনুযায়ী নারী ও শিশুর জন্য বিশেষ ব্যতিক্রম বিবেচনায় মিন্নির জামিন মঞ্জুর করলাম।’
গতকাল বুধবার আলোচিত এই মামলাটির শুনানি শেষে আদেশের জন্য আজকে দিন নির্ধারিত ছিল। মিন্নির পক্ষে জামিন শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না, এম আমিন উদ্দিন ও মনসুর হক চৌধুরী। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারোয়ার হোসেন।
রায় শেষে আইনজীবী জেড আই খান পান্না জানান, এই মামলার অভিযোগপত্র দেওয়ার আগেই মিন্নিকে নিয়ে পুলিশ সুপারের সংবাদ সম্মেলনের ব্যাপারেও আদালত নির্দেশনা দিয়েছেন। আদালত বলেছেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে গণমাধ্যমের সামনে তুলে ধরা আইনসম্মত নয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনী ব্রিফিং নিয়ে নীতিমালা তৈরির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন আদালত।
পাশাপাশি মামলাটি তদন্তাধীন থাকা অবস্থায় মিন্নির বিষয়ে বক্তব্য দেওয়ায় পুলিশ সুপারের বিরুদ্ধে বিভাগীর ব্যবস্থা নেওয়ার জন্যও পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) নির্দেশ দিয়েছেন আদালত।